অনেক চাকরী তে আপ্লাই করেও কল না পাওয়ার কারন
চাকরি পাওয়ার কৌশল ও চাকরি পেতে করণীয় জেনে নিন !
“Sir, এতো জব পোস্ট করেন আর এতো Apply করি, কই Call তো আসে না।”
আপনাদের মাঝে অনেকের এই প্রশ্ন আছে, এবং এর উত্তর খুঁজে বের করেছি আমরা;
১/ ATS রোবট এর কাছে আপনারা হেরে যাচ্ছেন।
– ধরুন একটা জব এর জন্য ৪/৫ হাজার অ্যাপ্লিকেশন পাওয়া গিয়েছে। আর, কোম্পানিতে HR manager আছে ৫/৬ জন।
এবার আপনিই বলুন, এই ৫/৬ জন HR কি ৪/৫ হাজার সিভি দেখবে? বা, আদৌ কি তাদের দ্বারা সম্ভব?
উ: সম্ভব না। আর তাই তারা ব্যাবহার করে ATS (Applicants Tracking System) নামক একটি Software/BOT.
৪/৫ হাজার সিভি Scan করে যে সিভি গুলো জব Requirements এর সাথে বেশি সামঞ্জস্য রাখে, যে সিভি তে পর্যাপ্ত Keywords, Action verbs, ACHIEVEMENTS ইত্যাদি বিষয় তাড়াতাড়ি Shortlist করা যায়, সেখান থেকে ১০০/২০০ সিভি Shortlist করে নেয় এই রোবট।
আর, সেই ১০০/২০০ সিভি ই Individual HR manager রা Check করে থাকেন।
ATS রোবট এর জন্য আলাদা Template ব্যাবহার করতে হয়। এবং, Keywords, Action verbs, Soft and Solid skills, Achievements & Technical skills এর বিষয় গুলো সঠিক ভাবে তুলে ধরতে হয়।
আপনি চাইলেই আমাদের সাইট থেকে একটি ATS friendly Template ডাউনলোড করে নিতে পারেন।
কখন ATS Template দিয়ে Apply করবেন?
HR Department কখন ATS Software ব্যাবহার করে তা সঠিক ভাবে বলা মুশকিল। তবে বিশেষ করে যখন কম্পানি ডোমেইন দেয়া মেইল আইডী দেখবেন তখন ATS friendly Template দিয়ে এপ্লাই করার চেষ্টা করবেন। যেমন;
[email protected] , [email protected]
এই ট্রিক ব্যাবহার করে আপনি নিজেকে অন্যদের থেকে ৬০% এগিয়ে রাখতে পারেন।
কখন Professional Template দিয়ে Apply করবেন?
মনে রাখবেন, জব এপ্লিকেশন এ আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনার CV/Resume, আপনি নন। সিভিকে প্রোফেসনালি প্রেজেন্ট কারার মাধ্যমে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন।
Professional Template এর ব্যাবহার ব্যাপক। ছোট বা মাঝারি ধরনের কম্পানি গুলো ATS ব্যাবহার করে না। আপনার যদি মনে হয় যেখানে আপনি এপ্লাই করছেন সেখানে ৫০০-১০০০ জন এপ্লাই করবে তখন অবশ্যই Professional Template দিয়ে এপ্লাই করবেন।
তাছাড়া, bdjobs.com এর Personalized Resume এর অপশন এ অবশ্যই আপনার Professional Resume/CV টি আপলোড করে রাখবেন। এর সাথে linkedIn এর Featured Media তেও আপনার Professional CV/Resume টি আপ্লোড করে রাখবেন।
অথবা, আমাদের সাহায্য নিন
আমরা দিচ্ছিঃ
- Professional HR-Approved CV/ Resume.
- ATS / Non ATS friendly template.
- Professional Bdjobs, LinkedIn Profile.
- Cover letter
- Classic design.
- File format: MS Word (Docx), PowerPoint (PPTX) & PDF.
- Live Communication.
- One-to-one conversation.
- Achievement, Powerful keywords, Hidden Skills based writing.
- Guarantee of satisfaction.